১ | প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ফরম-১ এবং কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য ফরম-২ অনুযায়ী আবেদনপত্র প্রস্তাবিত উপ-আইনের ৩ (তিন) কপিসহ নিবন্ধকের নিকট দাখিল করিতে হইবে। |
২ | প্রাথমিক সমবায় সমিতি ( কমপক্ষে ২০ জন সদস্য নিয়ে গঠিত ) নিবন্ধনের জন্য জেলা সমবায় অফিসারের নিকট নির্দিষ্ট আবেদন ফর্মে আবেদন করতে হবে |
৩ | নিবন্ধন ফি এর উপর সরকার নির্ধারিত হারে (১৫%) মূল্য সংযোজন কর (মূসক) জমা প্রদান করতে হবে। |
৪ | দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্বেচ্ছায় বা সরকারী কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ৩,০০০ (তিন হাজার) টাকা, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি ব্যতীত অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ২০,০০০ (বিশ হাজার) টাকা, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে ১,০০,০০,০০০ (এক কোটি) টাকা এবং কেন্দ্রীয় সমিতি ও জাতীয় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা পরিশোধিত শেয়ার মূলধন থাকিতে হইবে। |
সুত্রঃ http://www.geeksntechnology.com/ors/home/feesncharge