
সন্মানিত যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, ঢাকা জনাব মোঃ রিয়াজুল কবীর স্যার অদ্য ১৭ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ তারিখে জেলা সমবায় কার্যালয় ও এর অধীনস্ত উপজেলা সমবায় কার্যালয় সমূহে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
জেলা সমবায় কর্মকর্তা জনাব মোহাম্মাদ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম-নিবন্ধক স্যার সার্বিক কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করার দিকনির্দেশনা প্রদান করেন। এর পরপরই স্যার গাজীপুর জেলার বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত সমবায়ীদের সাথে গণশুনানিতে অংশ নেন।

সমবায়ীদের প্রতিও নানা দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে যুগ্ম-নিবন্ধক স্যার নাগরী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা ক্রেডিট কর্তৃক পরিচালিত ডিভাইন মার্সি হসপিটাল ও নার্সিং হোমের নির্মান কাজ পরিদর্শন, মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি পরিদর্শন করেন। এসকল সমিতি ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন কালে সকলের সাথে ফলপ্রসূ আলোচনা করেন এবং সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। সর্বশেষ যুগ্ম-নিবন্ধক স্যার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর সভাপতি ও আঞ্চলিক ডিরেক্টর এর সাথে মতবিনিময় করেন।
বিভাগীয় যুগ্ম-নিবন্ধক স্যারের সফরকে ফলপ্রসূ ও সার্বিক সহযোগিতার জন্য জেলা সমবায় কার্যালয় এর সকল কর্মকর্তা কর্মচারী, গাজীপুর জেলাস্থ সকল উপজেলা সমবায় কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সংশ্লিষ্ট সকল সমবায়ীদের জেলা সমবায় কর্মকর্তা, গাজীপুরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তথ্যসূত্র: ফেইসবুক